অনেকে হয়তো জানেন না Rating কি, একটু বুঝিয়ে বলছি- Rating এর কাজ হচ্ছে আপনার কম্পিউটারের সকল Hardware-এর Performance কে পরিক্ষা করে একটা মান নির্ধারণ করে। অনেকেই হয়ত বলতে পারেন এটা আর এমন কি এটা না করলে কি হবে? এটা না করলে আপনার PC সম্পূর্ণরুপে স্বাধীনভাবে কাজ করতে পারবেনা ফলশ্রুতিতে আপনার পিসির গতি কমে যাবে। অনেক সময় লক্ষ্য করবেন পিসি ফাস্ট করার যতরকম ট্রিকস আছে সবগুলো এপ্লাই করার পরেও পিসি যতটা দ্রুত কাজ করার কথা সেরকম করছে না (অবশ্যে Virus-এর কারণে যদি হয় তাহলে আমার কিছু বলার নেই)। তখন একটু চেক করে দেখুনতো আপনার পিসিতে Rating দেওয়া হয়েছি কিনা। যদি না দেওয়া থাকে তাহলে আমার মত করে নিচের পদ্ধতি অনুসরণ করুন-
প্রথমে My Computer-এ রইট ক্লিক করে Properties-এ যান (শর্টকাট win + pause break). তাহলে নিচের মত Window আসবে। এখানে দেখেন আমার পিসির Rating হচ্ছে 5.9 তো আপনার পিসিতে যদি Rating না দেওয়া থাকে তাহলে ঘরটি ফাঁকা দেখাবে এবং Rating দিতে বলবে। এখন আপনি এখান থেকে Windows Experience Index-এ ক্লিক করুন তাহলে Rating দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
কিছুটা সময় নিবে এবং মাঝে একবার মনিটরের ডিসপ্লে ফ্ল্যাস করবে। ভয় পাবেন না কাজ শেষ হলে আবার আগের মত হয়ে যাবে এবং নিচের চিত্রের মত আসবে।
এখানে লক্ষ্য করুন আমার পিসির Processor, Memory(RAM), Graphics, Gaming graphics, Primary hard disk এই সবগুলো Hardware এর Rating দেওয়া হয়েছে। ত হয়ে গেল আপনার পিসির Rating দেওয়া। এখন একটু ট্রাই করে দেখুনতো পিসি আগের চেয়ে ফাস্ট মনে হয় কিনা।
একটি কথা অনেকের পিসি নিজে থেকেই এই রিটিং নিয়ে নেয়, তাই তাদেরকে আর নতুন করে এটা করতে হবে না তারপরেও যদি কেউ দিতে চান তহলে উপরের চিত্রের Re-run the assessment এই অপশনে ক্লিক করুন। আর একটি বিষয় যদি আপনার Graphics Driver ইনস্টোল করা না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পরবেন সেক্ষেত্রে ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টোল করে নিন।
প্রথমে My Computer-এ রইট ক্লিক করে Properties-এ যান (শর্টকাট win + pause break). তাহলে নিচের মত Window আসবে। এখানে দেখেন আমার পিসির Rating হচ্ছে 5.9 তো আপনার পিসিতে যদি Rating না দেওয়া থাকে তাহলে ঘরটি ফাঁকা দেখাবে এবং Rating দিতে বলবে। এখন আপনি এখান থেকে Windows Experience Index-এ ক্লিক করুন তাহলে Rating দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।
কিছুটা সময় নিবে এবং মাঝে একবার মনিটরের ডিসপ্লে ফ্ল্যাস করবে। ভয় পাবেন না কাজ শেষ হলে আবার আগের মত হয়ে যাবে এবং নিচের চিত্রের মত আসবে।
এখানে লক্ষ্য করুন আমার পিসির Processor, Memory(RAM), Graphics, Gaming graphics, Primary hard disk এই সবগুলো Hardware এর Rating দেওয়া হয়েছে। ত হয়ে গেল আপনার পিসির Rating দেওয়া। এখন একটু ট্রাই করে দেখুনতো পিসি আগের চেয়ে ফাস্ট মনে হয় কিনা।
একটি কথা অনেকের পিসি নিজে থেকেই এই রিটিং নিয়ে নেয়, তাই তাদেরকে আর নতুন করে এটা করতে হবে না তারপরেও যদি কেউ দিতে চান তহলে উপরের চিত্রের Re-run the assessment এই অপশনে ক্লিক করুন। আর একটি বিষয় যদি আপনার Graphics Driver ইনস্টোল করা না থাকে তাহলে কিন্তু ঝামেলায় পরবেন সেক্ষেত্রে ড্রাইভারটি সঠিকভাবে ইনস্টোল করে নিন।
Post a Comment