Unknown
আজকে আমি যে বিষয় নিয়ে টিউন করছি তা হল কিভাবে উইন্ডোজ এক্সপি তে উইন্ডোজ 7 এর লগইন স্ক্রীন ব্যবহার করবেন। তাহলে আসুন জেনে নেই কিভাবে আপনি তা করবেন।

প্রথমেই আপনি নিজের লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করুন।

DOWNLOAD LINK


তারপর জিপ ফাইল টি আনজিপ করুন। তারপর দেখবেন ওখানে দুটি ফোল্ডার রয়েছে। একটি হল “Normal Screen” আরেকটি হল “Wide Screen”। “Normal Screen” হল নরমাল মনিটর এর জন্য আর “Wide Screen” হল বড় মনিটর এর জন্য।

আসুন কিভাবে আপনি তা ইন্সটল করবেন।

১। প্রথমে মাই কম্পিউটার ওপেন করুন। তারপর “C:\WINDOWS\Resources” এই ফোল্ডার এ প্রবেশ করুন। ওখানে “Logon” নামে একটি ফোল্ডার তৈরি করুন।

২। তারপর আপনার জিপ ফাইল এর যে কোন ফোল্ডার থেকে “logonUI.exe” ফাইল টি কপি করুন এবং “C:\WINDOWS\Resources/logon” ফোল্ডার এ পেস্ট করুন। ( Normal Screen এবং Wide Screen থেকে যেটি আপনার মনিটরে প্রযোজ্য হয় সেই ফোল্ডার থেকে “logonUI.exe” কপি করুন। )

৩। তারপর উপরের ফোল্ডার দুটি থেকে যেই ফোল্ডার টি আপনি পছন্দ করেছেন সেই ফোল্ডার থেকে “setup.reg” ওপেন করুন। তারপর “yes” এ ক্লিক করুন।
৪। ফলাফল দেখতে হলে উইন্ডোজ এক্সপি থেকে লগ অফ করুন। দেখতে পাবেন উইন্ডোজ 7 এর লগইন স্ক্রীন আপনার কম্পিউটার এ সেট হয়ে গিয়েছে। আপনি যদি তা রিমুভ করতে চান তবে “restore.reg” এ ক্লিক করুন। ফলে আপনার কম্পিউটার থেকে উইন্ডোজ 7 এর লগইন স্ক্রীন রিমুভ হয়ে যাবে।
0 Responses

Post a Comment

Share

Widgets