Unknown
সিলিকন ক্রিস্টালে ঘেরা ফসফরাস এর মাধ্যমেই ট্রানজিস্টর বানানোর বেপারে কাজ করে যাচ্ছে আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীগণ। নিউ নর্থ ওয়ালস বিশ্ববিদ্যালয় ও পুর্দো বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান গবেষকদল আশা করেন ভবিষ্যতে ন্যানো প্রযুক্তি একটি অনু দিয়েই বর্তমান ট্রানজিস্টরের কাজটি করে ফেলত পারবে।

আর্ক কম্পিউটেশন এন্ড কমিউনিকেশনের প্রধান মাইকেল সিমনস বলেন,
This is the first time anyone has shown control of a single atom in a substrate with this level of precise accuracy

একই এটমের ট্রানজিস্টরের গবেষণা অবশ্য ২০০২ সাল থেকেই চলছে। তবে এখনকার গবেষকরা বেশ কিছু বিষয়ে সফল। তারা অনেক ক্ষুদ্র পরিসরে লিলিপুটিয়ান সুইচ বসানো এবং তথ্য রিড রাইটের ব্যবস্থা করতে পেরেছেন।

উল্লেখ্য এই গবেষণার ফলে কম্পিউটার প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন চলে আসতে পারে। কারন ক্ষুদ্রাকার ট্র%
Labels: |
0 Responses

Post a Comment

Share

Widgets