Unknown
 Top টিউনার দের নিরলশ পরিশ্রম আর পাঠকদের স্বতঃস্ফূর্ত মন্তব্যের কারনে টিউন করার লোভ সামলাতে পারলাম না
তবে জানি না আমার এ টিউনটি কারও ভালো লাগবে কিনা তাই এক সন্দিহান মনে বলতে হচ্ছে আমি টেকটিউন্সের
বিশাল জ্ঞানের সমুদ্রে একটুকরা চ্যালা কাঠ ভাসালাম জানি না এতে কারও উপকার হবে কিনা তবে সামান্য বিরক্তি আসতে পারে কিন্তু আমি নিশ্চিত কারও কোন ক্ষতি হবেনা
আসুন জেনে নেই কিভাবে ফটোশপে লিকিউফাই (Liquify) এর মাধ্যমে ফানি কার্টুন তৈরী করা যায়ঃ
ফটোশপে বিভিন্ন জন বিভিন্ন ভাবে কার্টুন তৈরী করে আবার কেউবা বিভিন্ন কার্টুন মেকার দিয়েও কার্টুন তৈরী করে
আমি আজ আপনাদের দেখিয়ে দিব কিভাবে খুব স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে কার্টুন তৈরী করা যায়
·  ১.প্রথমে ফটোশপ ওপেন করতে হবে এর পর
·  ২.Insert Image থেকে আপনার নির্বচিত ছবিটি সিলেক্ট করুন
·  ৩.এবার Filter >Liquify
·  ৪.ছবিটি ওপেন হলে নিম্নোক্ত ছবিটিতে গোল মার্ক করা ব্রাশটি সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত করে বানিয়ে নিতে পারবেন

·  ৫.এ ছাড়াও তীর চিহ্নীত ব্রাশ গুলি দিয়েও আপনি আপনার ইচ্ছে মত ছবি টিকে সাজিয়ে নিতে পারেন
·  ৬.সবশেষে ওকে করে আপনার যে ফরমেট এ প্রয়োজন তা দিয়ে সেভ করুন
ব্যাস হয়ে গেল খুব স্বল্প সময়ে মজার কার্টুন তাই এর দেরি না করে এখনই কাজে নেমে পড়ুন আর তৈরী করূন প্রিয়জনদের সুন্দর সুন্দর কার্টুন যদিও প্রথমে বেশী একটা ভাল করতে পারবেন না তবুও চেষ্ঠা করতে থাকুন
******************** একবার না পাড়িলে দ্যাখ শত বার ********

0 Responses

Post a Comment

Share

Widgets