লেড ডিসপ্লে, ক্যামেরা, মাiক্রোফোন, স্পিকার, এক্সেলোমিটার সম্বলিত
টিশার্ট যা আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, এমন
একটি কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে টিশার্ট ওএস। অপারেটিং সিস্টেম দ্বারা
নিয়ন্ত্রিত হবার কারণেই এর নাম রাখা হয়েছে টিশার্ট ওএস, যা ১০০ভাগ কটনের
তৈরি, যা এখনো প্রোটোটাইপ অবস্থায় রয়েছে। নিজের অনুভূতি টিশার্টের
মাধ্যমে প্রকাশ করার উদ্দেশ্যেই টিশার্টটি ডিজাইন করা হয়েছে।
(সংগ্রহীত)
এতে থাকবে -
- টুইট আপডেট করার অপশন
- মিউজিক ভিডিও প্লে অপশন
- ক্যামেরা অপশন
- কেপচারকৃত ছবি ওয়েবসাইটে পাবলিশ করার অপশন
(সংগ্রহীত)
Post a Comment