Unknown
লেড ডিসপ্লে, ক্যামেরা, মাiক্রোফোন, স্পিকার, এক্সেলোমিটার সম্বলিত টিশার্ট যা আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, এমন একটি কনসেপ্ট নিয়ে তৈরি হয়েছে টিশার্ট ওএস। অপারেটিং সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হবার কারণেই এর নাম রাখা হয়েছে টিশার্ট ওএস, যা ১০০ভাগ কটনের তৈরি, যা এখনো প্রোটোটাইপ অবস্থায় রয়েছে। নিজের অনুভূতি টিশার্টের মাধ্যমে প্রকাশ করার উদ্দেশ্যেই টিশার্টটি ডিজাইন করা হয়েছে।

এতে থাকবে -

  • টুইট আপডেট করার অপশন
  • মিউজিক ভিডিও প্লে অপশন
  • ক্যামেরা অপশন
  • কেপচারকৃত ছবি ওয়েবসাইটে পাবলিশ করার অপশন
এছাড়াও আরও অপশন থাকবে। কিঊটসার্কিট নামের ফ্যাশন মিডিয়া যা এই আইডিয়া নিয়ে কাজ করছে, তাদের দাবী যে তারা এই টিশার্টের স্যাম্পল নিয়ে কাজ করছে এবং অতি দ্রুত এই স্মার্ট টিশার্টটি বাজারে ছাড়বে। টিশার্টটির দাম কেমন হবে তা এখনো যানা যায়নি। যদিও অনেকেই এই টিশার্ট এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তারপরও টিশার্টের কনসেপ্টটি এখন প্রযুক্তিবিশ্বে অলোচনার কেন্দ্রবিন্দু। টিশার্টটির জনপ্রিয়তা বাড়াতে এর কোম্পানি ইতোমধ্যে ফেসবুকে তার প্রচারণা চালিয়েছে।

(সংগ্রহীত)

0 Responses

Post a Comment

Share

Widgets