Unknown
জানেনেই internet এ কোথায়ও কাজ করতে হলেই একটা করে account করতে হয় ।আমি মাত্র ৬ মাস হল continue internet use করে আসছি তাতেই আমার বিভিন্ন খানে এতো গুলো account হইছে  যে আমার এতো account এর passward ও user name মনে রাখা প্রায় অসম্ভব । কেনোনা security এর জন্য সব খানে আলাদা passward ও username use করতে হয় ।এ সমস্যা সমাধান এর জন্য আপনি আপনার mozilla firefox এর backup রাখতে পারেন ।ফলে আপনার save করা সকল passward ও বিভিন্ন site save হয়ে থাকবে । এজন্য internet disconnect করে firefox এর যে কোন version open করে উপরের menubar (tool ) হতে help >Troubleshooting Information এ যান ।
এখন এ folder এর ভিতর যে file গুলো আছে তার সব copy করে আলাদা folder এ save করে রাখতে হবে ।কোন file যদি move করা  না যায় ,সেই গুলো move করার দরকার নাই ,skip করে দেন ।এই copy করা file গুলোই হবে firefox এর backup । কপি করা file গুলো আগের মত firefox এর tool > HELP >Troubleshooting Information >show folder এ গিয়ে past এবং replace করুন ।তাহইলেই আপনার পুরাতন সব data ফিরে পাবেন ।কোন file যদি replace করা  না যায় ,সেই গুলো replace করার দরকার নাই ,skip করে দেন  । কাজ শেষ ।এখন আপনি firefox browser এ save করা সকল passward এবং visit করা সকল site দেখতে পারবেন ।
Labels: |
0 Responses

Post a Comment

Share

Widgets