এমআইটির পাগলা বিজ্ঞানীরা এবার তৈরী করলেন ভাইরাস থেকে ব্যাটারী!!
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে বিশেষভাবে পরিবর্তিত ভাইরাস একটি নির্দিষ্ট দ্রবন থেকে অ্যানোড এবং ক্যাথোড এর উপাদানগুলো (যেমন কোবাল্ট অক্সাইড) আলাদা ভাবে আকর্ষন করার ক্ষমতা রাখে। এই ধর্ম কে কাজে লাগিয়ে তারা মানুষের একটি কোষের চেয়েও ক্ষুদ্র ব্যাটারী তৈরী করেছেন যাতে সাধারন ব্যাটারীর মত অ্যানোড ক্যাথোড এবং দ্রবন সবই আছে!! সামান্য একটু দ্রবন আর কয়েকটি ভাইরাস, ছেড়ে দিলেই হয়ে গেল ব্যাটারী!
এই যুগান্তকারী আবিষ্কারের বাস্তর প্রয়োগের ব্যাপারে বলা হয়েছে, এই আবিষ্কার আমাদের পরিচিত সব ডিভাইসের চেহারাই বদলে দিতে পারে। মানব কোষের চেয়েও ক্ষুদ্র হওয়ার এগুলো জামা কাপড়ের ফেব্রিকের সাথে জুড়ে দেয়া যাবে ফলে আপনার শার্টটিই হয়ত হয়ে যাবে আপনার মোবাইলের চার্জার! ইলেক্ট্রনিক অনান্য ডিভাইসগুলোও এসব মাইক্রো পাওয়ার সাপ্লাইয়ার এর কল্যানে আকারে আয়তনে অনেক ছোট, ফ্লেক্সিবল, হাল্কা হয়ে যাবে।
মূল আর্টিকেল এখানে দেখুন
Post a Comment