Unknown
ফেইসবুক এসএমএস সার্ভিসের মাধ্যমে আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াই এসএমএস ব্যবহার করে আপনার ফেইসবুক স্ট্যাটাস আপডেট, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, পরিচিতদের খুঁজে নেয়ার মতো কাজগুলো সেরে নিতে পারেন।

FaceBook web গ্রামীণ ফোন এসএমএস এর মাধ্যমে ফেসবুক নিয়ন্ত্রণ করুন সহজেই

সার্ভিসটি চালু করার জন্য fb টাইপ করে পাঠিয়ে দিন 32665 নম্বরে। ফিরতি এসএমএস-এ আপনি একটি কনফার্মেশন কোড পাবেন যা প্রথমবার ফেইসবুক এসএমএস সার্ভিসটি চালু করার জন্য আপনার ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করাতে হবে। অথবা আপনি মোবাইল থেকে লিংকে গিয়েও সার্ভিসটি চালু করতে পারেন।

চালু হয়ে যাওয়ার পর আপনি এসএমএস-এর মাধ্যমেই ফেইসবুক স্ট্যাটাস আপডেট করতে পারবেন এবং ফেইসবুকের বিভিন্ন নোটিফিকেশন মোবাইল ফোনে পেয়ে যাবেন। এছাড়া আপনি নিচের কিওয়ার্ডগুলো ব্যবহার করেও বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন।

স্ট্যাটাস

















[<content>]ফেইসবুকে স্ট্যাটাস আপডেট/পোস্ট করার জন্য
[sub <name>] or
[subscribe <name>]
ফ্রেন্ডের স্ট্যাটাস আপডেটে সাবস্ক্রাইব করার জন্য
[unsub <name>] or
[unsubscribe <name>]
ফ্রেন্ডের স্ট্যাটাস আপডেট থেকে আনসাবস্ক্রাইব করার জন্য

পোক









[p <name>]or
[poke <name>]
কোন ইউজারকে পোক করার জন্য

ফ্রেন্ড









[add <name>]or
[add <phone number>] or
[add <email address>]
ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য

কোন পেজ এর ফ্যান হওয়া/ লাইক করতে চাইলে









[Fan <vanity URL of the page>] [like <vanity URL of the page>]কোন পেজ এর ফ্যান হওয়া/ লাইক করতে চাইলে Like <পেজ এর নাম> লিখে পাঠান। যেমন গ্রামীনফোন এর পেজ লাইক করতে “Like Grameenphone” লিখুন।

ছবি আপলোড









[photos]অ্যালবামে ছবি আপলোড করার ইমেইল আইডি পেতে হলে

সার্ভিস সম্পর্কিত













[arret]
[off]
[disable]
[stop]
ফেইসবুক এসএমএস সার্ভিস বন্ধ করে দেয়ার জন্য
[on]ফেইসবুক এসএমএস সার্ভিস পুনরায় চালু করার জন্য

সাহায্য









[help]সাহায্য পাঠান হবে

চার্জ: প্রতিটি এসএমএস পাঠানোর জন্য খরচ ১ টাকা (+VAT) এবং ইনকামিং এসএমএস ফ্রি।

 

সুত্রঃ http://www.grameenphone.com/products-and-services/mobile-services/facebook-sms
0 Responses

Post a Comment

Share

Widgets